top of page
president.jpg

AZAD HIND FRONT

PRESIDENT'S SPEECH

আজাদ হিন্দ ফ্রন্ট' নেতাজীপন্থী বৈপ্লবিক রাজনৈতিক সংগঠন।ভারতবর্ষের সর্বশ্রেষ্ঠ বিপ্লবী এবং মুক্তিদাতা নেতাজী সুভাষচন্দ্র বসুর প্রোজ্জ্বল আদর্শই আমাদের রাজনৈতিক চেতনার দিকনির্দেশক।ভারতবর্ষে বর্তমানে প্রত্যক্ষ ব্রিটিশ সাম্রাজ্যবাদী শাসন না থাকলেও যেহেতু আমাদের দেশ আজও ব্রিটিশ কমনওয়েলথের অন্তর্ভুক্ত,তাই সাম্রাজ্যবাদের পরোক্ষ গাঁটছড়া আজও আমাদের সম্পূর্ণ স্বাধীনতার পক্ষে প্রধান অন্তরায়।ভারত রাষ্ট্রের কর্ণধারবৃন্দ দলমতনির্বিশেষে উক্ত দাসত্বের শৃঙ্খলে আবদ্ধ এবং সংগ্রাম বিমুখতার বিপথগামী আবিলতায় আচ্ছন্ন।

আর তাই ভারতবর্ষের সংগ্রামী মানুষের আজ প্রধান কর্তব্য,নেতাজী সুভাষচন্দ্র বসুর অনির্বাণ আদর্শকে আত্মস্থ করে স্বাধীন ভারতবর্ষ প্রতিষ্ঠার অনমনীয় সংগ্রামে লিপ্ত হওয়া।

'আজাদ হিন্দ ফ্রন্ট' ই এক্ষেত্রে বিপ্লবী সংগ্রামের হাতিয়ার হিসাবে চিন্হিত হতে পারে।কারণ আমরা ব্রিটিশ কমনওয়েলথের শৃঙ্খল চূর্ণ করে মাতৃভূমিকে স্বাধীন,সার্বভৌম,সমাজতান্ত্রিক রাষ্ট্র হিসাবে প্রতিষ্ঠিত করতে দৃঢ়সংকল্পবদ্ধ।

নেতাজীর স্বপ্নের অখণ্ড 'আজাদ হিন্দ' প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত আমাদের সংগ্রাম অব্যাহত থাকবে।

ভারতবর্ষের আপসহীন মানসিকতা সমন্বিত নাগরিক হিসাবে আপনাকে 'আজাদ হিন্দ ফ্রন্ট' এ স্বাগত জানাচ্ছি।আমাদের অভীষ্ট লক্ষ্যপূরণের পথে আপনি হয়ে উঠবেন সক্রিয়তায় মন্ডিত....এ-ই ঐকান্তিক প্রত্যাশা পোষণ করি।

বৈপ্লবিক শুভেচ্ছান্তে,
দীপায়ন পাল
সভাপতি, আজাদ হিন্দ ফ্রন্ট

INTRODUCTORY SPEECH: Welcome
bottom of page